ত্রিত্ববাদ - TRINITY at Google Play market analyse



🌐 website

ত্রিত্ববাদ - TRINITY at Google Play market analyse

App power index: 100 (based on ranks around App Stores today)
Books & Reference
Developer: Imamia Chistia Nezamia Sangha
Price: 0 free
Current version: , last update: 6 months ago
First release : 01 Jan 1970
App size: Bytes
4.0 ( 0 ratings )

Estimation application downloads and cost

> 2.2k
Monthly downloads
~ $ 900
Estimation App Cost


ত্রিত্ববাদ হইল স্বর্গীয় সকল ধর্ম বিধানের মূল উৎস। ইহা আল্লাহর কেতাবের কর্মকা- সংগঠনের পদ্ধতি বা ভিত্তি। কিন্তু ধর্মের এই ভিত্তি হইতে বিশ্বের সকল ধর্মই কিছু না কিছু সরিয়া যাইয়া সামগ্রিকভাবে বিশ্ব মানব ধর্মকে দুর্বল করিয়া ফেলিয়াছে। বিষয়টির অপব্যবহার এবং ইহার উপর ভুল ধারণাই তাহার ভিত্তিকে একেবারে দুর্বল করিয়া ফেলিয়াছে। প্রকৃত ত্রিত্ববাদ হইল ঃ (১) পরম পিতা আল্লাহ (২) তাঁহার পুত্রগণ এবং (৩) পবিত্র আত্মা বা পবিত্র ভূত। “তাঁহার পুত্রগণ” হইলেন মহানবীর পূর্ববর্তী সকল নবী রসুলগণ এবং তাঁহার পরবর্তী ধর্মগুরুগণ। বিশ্বের সকল মোর্শেদ অর্থাৎ পীর সাহেব তথা সম্যক গুরুগণ সবাই তাঁহার পুত্র। কোরানের ভাষায় ইহাকে “আলে মোহাম্মদ” বলা হইয়াছে। সর্ব জাতির সকল কামেল মোর্শেদই “আলে মোহাম্মদ” বা মোহাম্মদের পুত্র। পবিত্র আত্মা বা পবিত্র ভূত বলিতে সৎগুরুর অনুসারী শিষ্যবর্গকে বুঝায় যাহারা নিষ্ঠার সহিত গুরুর অনুসরণ এবং অনুকরণে লাগিয়া আছে। প্রত্যেক মানুষের মধ্যে পরম পিতা বা পরম প্রভু আল্লাহতা’লাই নিহিত রহিয়াছেন। অতএব একজন মানুষের অভ্যন্তরে আছেন আল্লাহ। বাহিরে আছেন তাহার পরিচালক হিসাবে তাহার সৎগুরু। এবং সে নিজে হইল আত্মা, ভূত, অসুর বা জিন। যখন সে শিষ্যরূপে তার গুরুর প্রতি একনিষ্ঠভাবে লাগিয়া থাকে তখন তাহাকে বলা হয় পবিত্র আত্মা , পবিত্র ভূত বা পবিত্র জিন। এখন সে আর সাধারণ ভূত নয়। অতএব পরিপূর্ণভাবে পবিত্র হইয়া মোমিন হওয়ার জন্য যে শিষ্য অনুশীলনে রহিয়াছে তাহাকেই “পবিত্র আত্মা” বলা হইয়াছে। তিনিই “আল্লাহর পুত্র” যিনি স্বয়ং পবিত্র হইয়া পবিত্র একজন পিতারূপে তাঁহার শিষ্যগণকে হেদায়েত দানের কর্তব্য পালনে রত আছেন।